ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিশু সামিয়া হত্যা : দুই প্রতিবেশীসহ ৩ জনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু সামিয়া হত্যা : দুই প্রতিবেশীসহ ৩ জনের সাক্ষ্য

শিশু সামিয়া হত‌্যায় গ্রেপ্তার হারুন অর রশিদ (ফাইল ছবি)

রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই প্রতিবেশীসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান সাক্ষ্যগ্রহণ করেন। আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

যারা সাক্ষী দিয়েছেন তারা হলেন- দুই প্রতিবেশী মো. মাছুম ও হুমায়ন কবীর এবং সামিয়ার বড় বোনের বন্ধু রাশেদুল ইসলাম।

আজ আসামি হরুন অর রশিদকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ নিয়ে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

গত ২ জানুয়ারি মামলার একমাত্র আসামি হারুনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই ট্রাইব্যুনাল।

গত বছর ৩০ অক্টোবর হারুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিম (নিরস্ত্র) মো. আরজুন।

উল্লেখ্য, শিশু সামিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার বাবা আব্দুস সালাম গত ৬ জুলাই ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গত ৭ জুলাই কুমিল্লার ডাবরডাঙা এলাকা থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি। 


ঢাকা/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়