ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

৭২ জনের ময়নাতদন্ত প্রতিবেদন পাচ্ছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭২ জনের ময়নাতদন্ত প্রতিবেদন পাচ্ছে পুলিশ

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে কাল বৃহস্পতিবার।

ভয়াবহ আগুনে নিহত ৭২ জনের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হবে বুধবার দুপুরে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭২ জনেরই ময়নাতদন্ত প্রতিবেদন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে চকবাজার থানা পুলিশকে ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে।

এর আগে ফরেনসিক বিভাগ নিহতের শরীর থেকে রক্ত এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করে। এর মাধ্যমে তাদের প্রত্যেকের নাম-পরিচয় নিশ্চিত হয়ে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।


ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়