ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদেশি কোম্পানিকে দেশের আইন মেনে ব্যবসা করতে হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশি কোম্পানিকে দেশের আইন মেনে ব্যবসা করতে হবে

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমরা চাই, বিদেশি কোম্পানি এ দেশে শান্তিপূর্ণভাবে ব্যবসা করুক। কিন্তু সে ব্যবসাটা করতে হবে এ দেশের সকল আইন মেনে।

সোমবার গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা আদায় সংক্রান্ত মামলার শুনানির সময় তিনি এ মন্তব্য করেন।

শুনানির শুরুতে আদালতের নির্দেশে বিটিআরসিকে রোববার পে অডারের মাধ্যমে এক হাজার কোটি টাকা দেওয়ার বিষয়টি হলফনামা আকারে আদালতকে অবহিত করেন গ্রামীণফোনের আইনজীবী এ এম আমিন উদ্দিন।

তখন প্রধান বিচারপতি বলেন, ‘বাকী টাকা কবে দেবেন?’

গ্রামীণফোনের আইনজীবী বলেন, ‘আমাদের ৬ মাস সময় দিন। মোবাইল অপারেটর রবিকে ১৪০ কোটি টাকা দিতে ৫টি কিস্তিতে দিতে সময় দেওয়া হয়েছে।’

তখন প্রধান বিচারপতি বলেন, ‘টাকা দিতেই হবে। টাকা পরিশোধ না করলে হাইকোর্টের যে স্থগিতাদেশ আছে তা আমরা প্রত্যাহার করে নেব। আপনারা টাকা দিয়ে দিন আমরা বিটিআরসিকে বলে দেব যেন আপনাদের ব্যবসা পরিচালনায় কোন ঝামেলা না করে।’

আদালত বলেন, বাকি ১ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করুন। তখন গ্রামীণফোনের আইনজীবীরা ৫ মাস সময় চান। কিন্তু প্রধান বিচারপতি সময় না বাড়িয়ে জিপির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা চাই বিদেশি কোম্পানি এ দেশে শান্তিপূর্ণভাবে ব্যবসা করুক। কিন্তু সে ব্যবসাটা করতে হবে এ দেশের সকল আইন ও নিয়ম কানুন মেনে।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ। আজকের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছিল।

গত ২৪ নভেম্বর আপিল বিভাগ প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনার মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন।

 

ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়