ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রথম দিনে ভোট দিয়েছেন ৩৭৮০ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম দিনে ভোট দিয়েছেন ৩৭৮০ আইনজীবী

ফাইল ফটো

 ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২০২১ কার্যকরী বর্ষের নির্বাচনে প্রথম দিন বুধবার তিন হাজার ৭৮০ জন ভোটার ভোট দিয়েছেন।

সকাল ৯টা থেকে মাঝে ১ ঘণ্টা মধ্য বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময়ের মধ‌্যে মোট ১৮ হাজার ১৫০ জন ভোটারের মধ্যে এ ভোট পড়ে। নির্বাচন কমিশনার নজরুল ইসলাম শামীম এ তথ‌্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবারও একইভাবে একই সময় পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার পর গনণা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. আহসান তারিক। আর নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. হোসেন আলী খান হাসান।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে একেএম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল;

লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন, সমাজকল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, সদস্য পদে এএইচএম শফিকুল ইসলাম সোহাগ, মো. বাহারুল ইসলাম বাহার, মো. মাসুম মৃধা, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন, মো. রমজান আলী সরদার রানা, এবিএম ফয়সাল সারোয়ার, মো. মাইন উদ্দিন, সুলতানা রাজিয়া রুমা এবং ইমতিয়াজ আহমেদ প্রিন্স।

অন্যদিকে নীল প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে আব্দুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক শাকেত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে এইচএম মাসুম, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহবুবু হাসান রানা;

সদস্য পদে মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), তাছলিমা আক্তার, কাজী আফরোজা সুলতানা (ইভা), ইয়াছিন মিয়া, মো. আব্দুল বাসেত রাখী, আজহার উদ্দিন রিপন, এমআরকে রাসেল, মো. তানভীর হাসান সোহেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।

উল্লেখ্য, ২০১৯-২০২০ কার্য বর্ষের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে এবং নীল প্যানেল ৩টি সম্পাদকীয় পদসহ ৯টি পদে জয়লাভ করে।


ঢাকা/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়