ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুষ্টিয়ার ৪০ বিদ্যালয় সংস্কারে দুর্নীতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ার ৪০ বিদ্যালয় সংস্কারে দুর্নীতি

কুষ্টিয়ার খোকসা উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংস্কার কাজে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হটলাইন নম্বরে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালিয়ে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পায় দুদক।

দুদক জানায়, অভিযানকালে দুদকের টিম জানতে পারে, ২০১৮-১৯ অর্থবছরে খোকসা উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লাখ করে মোট ৩০ লাখ টাকা এবং ২০টি বিদ্যালয়ে ২ লাখ করে মোট ৪০ লাখ টাকা ভবন সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়। উক্ত বরাদ্দের বিপরীতে প্রদর্শিত ভাউচার অনুযায়ী সব কাজ করা হয়েছে মর্মে দেখানো হয়। তবে সরেজমিন অভিযানে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয়ের প্রমাণ পায়নি দুদক। সার্বিক বিবেচনায় বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে দুদকে প্রতিবেদন উপস্থাপন করবে কুষ্টিয়া অফিস।

 

ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়