ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দুর্নীতির সবচেয়ে বড় শিকার সহজ-সরল মানুষ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুর্নীতির সবচেয়ে বড় শিকার সহজ-সরল মানুষ’

দেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম‌্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘গ্রামের সহজ-সরল মানুষগুলো দুর্নীতির সবচেয়ে বড় শিকার হন।’ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময়  তিনি এমন মন্তব্য করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর অর্গানইজেশন অ‌্যান্ড সোস্যাল ইনফরমেটিকসের পরিচালক গিলিয়ান ওলিভারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদক শুধু শহর এলাকার দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করছে না।  তৃণমূল পর্যায়েও কাজ করছে। কখনো কখনো তৃণমূলের দুর্নীতি নিয়ে আমাদের পদক্ষেপ নেওয়ার  বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ দুর্নীতির সবচেয়ে বড় শিকার হন আমাদের গ্রামের সহজ-সরল মানুষগুলো। তাই তাদের অভিযোগের গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায়ের অনেক কমকর্তা-কর্মচারীকে আইন-আমলে নিয়ে আসে দুদক।’

দুদক চেয়ারম‌্যান বলেন, ‘শুধু তাই নয়, কমিশনের অধিকাংশ গণশুনানি বাস্তবায়ন করা হয় তৃণমূল পর্যায়ে। গণশুনানির মাধ্যমে অসংখ্য সমস্যার সমাধান হচ্ছে।  কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে। জনগণও তাদের অধিকার আদায়ে সচেতন হচ্ছেন। দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ছে।’

মোনাশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দুদক চেয়ারম‌্যান। তিনি  বলেন, ‘আমরা কী করি এবং আমরা কী করতে চাই, তার ওপর ভিত্তি করেই আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। আমরা চাই গবেষণার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, সততা স্টোর ও গণশুনারি মতো কার্যক্রমের ফল নিরূপণ করে, প্রযুক্তি মাধ্যমে এসব কার্যক্রমের একটি কার্যকর মনিটরিং ব্যবস্থাপনা।’

এ সময় অন‌্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, তদন্ত অনুবিভাগের মহাপরিচালক মো. জাকির হোসেন প্রমুখ।

 

ঢাকা/এমএরহমান/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়