ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেদন পিছিয়ে ১২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেদন পিছিয়ে ১২ এপ্রিল

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ এপ্রিল (রোববার) ধার্য করেছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।  কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক প্রতিবেদন দাখিল করতে পারেননি।  এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।

ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত ৬ জানুয়ারি দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রীর অধ্যক্ষ বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের দুই দিন পর ৮ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া বাস স্ট্যান্ড থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ধর্ষক মজনুকে গ্রেপ্তার করেন।  পরের দিন ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।  এর এক সপ্তাহ পর ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।  বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

ঢাকা/মামুন খান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়