ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নিম্ন আদালতের কাজ মুলতবির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নিম্ন আদালতের কাজ মুলতবির নির্দেশ

জামিন ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া দেশের সব নিম্ন আদালতের বিচারকাজ মুলতবির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। রোববার (২২ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক সার্কুলারে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায়  পরিপ্রেক্ষিতে দেশের নিম্ন আদালতগুলোয় জনসমাগম এড়িয়ে চলা উচিত।  এসব আদালতে জামিন ও অস্থায়ী নিষেধাজ্ঞা বিষয়সহ জরুরি বিষয়ে শুনানি ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য সীমিত করারও নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। 

 

মেহেদী/সাইফ/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়