ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রী মালিক দেবেন, আশাবাদ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রী মালিক দেবেন, আশাবাদ হাইকোর্টের

করোনাভাইরাস সংক্রমণের সময়টায় দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম স্ব স্ব প্রতিষ্ঠানের মালিকরা সরবরাহ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণ   স্ব স্ব দপ্তর কিনে দেবেন বলেও আশা প্রকাশ করেন আদালত।

এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আশাবাদ ব্যক্ত করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

এর আগে গত ২৩ মার্চ করোনা সংক্রমণ মোকাবেলায় দায়িত্বরত সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়াও রিটে ডায়াগনস্টিক সুবিধার এবং কোয়ারেন্টাইন ও চিকিৎসা সেবা বৃদ্ধির নির্দেশনা চাওয়া হয়। আইনজীবী মো. জেআর খান রবিন জনস্বার্থে এ রিট দায়ের করেন।


ঢাকা/মেহেদী/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়