ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা নিয়ে বিভ্রান্তিকর লিফলেট, আটক ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে বিভ্রান্তিকর লিফলেট, আটক ৬

করোনা নিয়ে বিভ্রান্তিকর লিফলেট বিলি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে মৌচাক ফরচুন মার্কেটের সামনে অভিযান চালানো হয়।  এ সময় ৫ জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  বেশকিছু লিফলেট পাওয়া গেছে তাদের কাছে।

আটককৃতরা হলেন- মোসলেম উদ্দিন, মফিজুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম, ফেরদৌস হাসান ও মো. ফরিদ হোসেন।

এদিকে, একই দিন একই সময়ে গোপন সংবাদে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালায় শাহবাগ থানা পুলিশ।  পরে সেখান থেকে একজনকে আটক করা হয়।  শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, তার বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

পুলিশ জানায়, করোনা নিয়ে লিফলেট বিলির মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে কেউ কেউ।  তাদের বিরুদ্ধে নজরদারি হচ্ছে।



মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়