ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বাস্থ্যকর্মীদের ২৫০ পিপিই দিলেন চার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাস্থ্যকর্মীদের ২৫০ পিপিই দিলেন চার আইনজীবী

করোনাভাইরাস থেকে রক্ষায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে ২৫০ পিপিই( নিরাপত্তা উপকরণ) বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

এই আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা, ব্যারিস্টার কামারুন নাহার মাহমুদ দীপা, ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

রোববার (৫ এপ্রিল)  অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা রাইজিংবিডিকে জানান, আমরা ইতিমধ্যে কুষ্টিয়া সদর হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুন্সীগঞ্জ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২৫০ সেট সুরক্ষা সরঞ্জাম বিতরণ করতে পেরেছি I মাঠপর্যায়ে কথা বলে আমরা জানতে পেরেছি, সরকারের পক্ষ থেকে প্রদত্ত সুরক্ষা সরঞ্জাম এখনো তাদের সবার কাছে পৌঁছায়নি I সংশ্লিষ্ট ডাক্তার নার্স ও স্বাস্থ কর্মীরা  আমাদের দেওয়া পিপিই পেয়ে অনেক খুশি হয়েছেন।

মিতা বলেন, এই সংকট মুহূর্তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য বলে মনে করি।

তিনি আরো বলেন, আমরা চার আইনজীবী ছাড়াও এ কাজে আমাদের বন্ধুমহল সহযোগিতা করেছেন।

আগামীতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

ঢাকা/মেহেদী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়