ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

করোনা নিয়ে গুজব: আইনজীবীর রিমান্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে গুজব: আইনজীবীর রিমান্ড

সামাজিক মাধ‌্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আবু বকর সিদ্দীকি নামের এক আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এরআগে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন সাংবাদিকদের এতথ্য জানান।

গত ৪ এপ্রিল (শনিবার) রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে আবু বকর সিদ্দীকিকে আটক করে সিআইডির সাইবার পুলিশের একটি দল। আবু বকর নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাংক এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত সংক্রান্ত একটি পোস্ট দিয়ে লেখেন, করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এছাড়া তিনি সেতুমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানোসহ একাধিক মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ান।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়