ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জুয়াই শেষ করেছে লিটনকে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জুয়াই শেষ করেছে লিটনকে’

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) কর্মকর্তা রকিবউদ্দিন লিটন অনলাইনে জুয়া খেলতেন।  জুয়া খেলার জন্য তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এক কোটি ১৫ লাখ টাকা ধার নেন।  পরে টাকার জন্য পাওনাদাররা চাপ দিলে হতাশা থেকেই স্ত্রী ও দুই সন্তানকে খুন করেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

বুধবার বিকেলে (০৮ এপ্রিল) পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘হত্যাকাণ্ড ঘটিয়ে লিটন নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু জীবনের প্রতি মায়া হওয়ায় পাগল-ভিক্ষুক হয়ে চলতে থাকেন।  সম্প্রতি তিনি আত্মীয়দের থেকে কিছু টাকা নিয়ে দূরে চলে যাওয়ার চেষ্টা করছিলেন।  পাশাপাশি তিনি স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকারও করেছেন।’

গোয়েন্দারা জানান, ‘পাওনাদাররা লভ্যাংশের টাকার জন্য লিটনকে চাপ দিতে থাকেন।  বিষয়টি পরিবারকে বলার পর তারাও বিপর্যস্ত হয়ে পড়ে।  স্ত্রীর স্বর্ণালঙ্কার, গ্রামের জমিও তিনি বিক্রি করে জুয়া খেলেন।  জুয়া খেলার কারণে বাসায়ও ঠিকমতো যাওয়া হতো না লিটনের। একপর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।’

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখানের বাসা থেকে উদ্ধার হয় মা ও দুই সন্তানের মরদেহ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শিশুদের বাবা রকিবউদ্দিন লিটন।  এর মধ‌্যে বুধবার (০৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান লিটন।  আর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফাঁদ ফেতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


ঢাকা/মাকসুদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়