ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মূল্য কারসাজি: সারাদেশে জরিমানা ৪ লাখ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মূল্য কারসাজি: সারাদেশে জরিমানা ৪ লাখ

রমজানের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে পণ্যের মূল্যে কারসাজি ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় রাজধানীসহ সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে ২৩৮টি প্রতিষ্ঠানকে চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার রাজধানীসহ সারা দেশের ৯৯ টি বাজারে অভিযান পরিচালনা করে এসব  জরিমানা করা হয়।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানীতে অভিযান পরিচালনা করেন- অধিদপ্তরের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মাসুম আরেফিন, সহকারি পরিচালক শাহনাজ সুলতানা, আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার, রজবি নাহার রজনি, তাহমিনা বেগম, মাগফুর রহমান ও মাহমুদা আক্তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান ও করোনা পরিস্থিতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল করলে জিলো টলারেন্স দেখানো হবে। 


ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়