ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কারাবন্দিদের মুক্তি দিতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারাবন্দিদের মুক্তি দিতে লিগ্যাল নোটিশ

করোনার সংক্রমণ থেকে জীবনরক্ষায় বিচারাধীন মামলায় কারাবন্দি আসামিদের সরকারের নির্বাহী আদেশে মুক্তি দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজনসহ সংশ্লিষ্টদের সরকারি ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে কারাবন্দিদের জীবনরক্ষায় হত্যা, ধর্ষণ, এসিড নিক্ষেপ, মাদক, দুর্নীতির  অপরাধ আইনের অধীনে থাকা মামলার আসামি ছাড়া বিচারধীন মামলার আসামিদের সরকারের নির্বাহী আদেশে মুক্তির আবেদন জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন বন্দি। একই হাসপাতালে বন্দিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ছয় কারারক্ষীসহ মোট ১১ জন। আক্রান্তরা রাজধানীর দুটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও কারাগার সংশ্লিষ্ট ৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনার সংক্রমণ থেকে কারাবন্দিদের বাঁচাতে বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে অত্র লিগ্যাল নোটিশ  পাওয়ার  ২৪ ঘণ্টার মধ্যে মানবিক দিক বিবেচনায় বিচারাধীন ও স্বল্প সাজার আসামিদের সরকারের নির্বাহী আদেশে মুক্তি দিতে বলা হয়েছে নোটিশে।

 

ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়