ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সব আদালত ৩০ মে পর্যন্ত বন্ধ, চলবে ভার্চুয়াল কোর্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সব আদালত ৩০ মে পর্যন্ত বন্ধ, চলবে ভার্চুয়াল কোর্ট

করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন সব আদালত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

শনিবার (১৬ মে) বিকেলে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে ছুটিকালীন সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন আদালতের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান রাইজিংবিডিকে জানিয়েছেন, ছুটিকালীন সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।


ঢাকা/মেহেদী/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়