ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৮৯ হাজার কারাবন্দির স্বাস্থ্য সুরক্ষা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৮৯ হাজার কারাবন্দির স্বাস্থ্য সুরক্ষা চেয়ে রিট

৮৯ হাজার কারাবন্দির করোনাভাইরাস থেকে রক্ষা ও  স্বাস্থ্যগত সুরক্ষা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৭ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।

আইনজীবী শিশির মনির রাইজিংবিডিকে বলেন, ‘রিটে দেশের সব কারাগারে বন্দি ও কারারক্ষীদের স্বাস্থ্যগত সুরক্ষার নিশ্চিত করতে বিশ্বস্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দেশন চাওয়া হয়েছে। তাছাড়া, বিশ্ব সাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কী কী প্রস্তুতি ও পদক্ষেপ  ইতিমধ্যে নেওয়া হয়েছে তা আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।’

গত ১৪ মে কারাবন্দিদের মহামারি করোনাভাইরাস থেকে রক্ষায় কারা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছেন তা জানাতে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী শিশির মনির।

নোটিশে বিভিন্ন কারাগার ও সংশোধনাগারে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা ও মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি এবং পদক্ষেপ সম্পর্কে  জানতে চাওয়া হয়।

ওই নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়েছে বলে জানান এ আইনজীবী।

** কারা কর্তৃপক্ষের প্রস্তুতি জানতে লিগ্যাল নোটিশ


ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়