ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হতদরিদ্র ১৯ জনের চাল আত্মসাৎ: ডিলারের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হতদরিদ্র ১৯ জনের চাল আত্মসাৎ: ডিলারের বিরুদ্ধে মামলা

খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ১৯ জনের ২ হাজার ৮৫০ কেজি চাল আত্মসাতের দায়ে ডিলারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে ডিলারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি হলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দশমিনার হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাই শিকদার।

সোমবার (১৮ জুন) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, দশমিনা ইউনিয়ন পরিষদের ৮ নং ওর্য়াড ও  ৯নং ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগী ১৯ জন কার্ডধারীর অনুকূলে  ২০১৯ সালের মার্চ-এপ্রিল, সেপ্টেম্বর-নভেম্বর ৫ মাসের এবং ২০২০ সালের মার্চ-এপ্রিল মাসেরসহ মোট ৭ মাসের ২ হাজার ৮৫০ কেজি  চাল হতদরিদ্রের মধ‌্যে বিতরণ না করে আত্মসাৎ করেন ডিলার হাই।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে এর আগে দেশের বিভিন্ন স্থানে ১১টি মামলা দায়ের করে দুদক।


ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়