ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৮ কার্যদিবসে ভার্চুয়াল আদালতে ১৮,৫৮৫ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৮ কার্যদিবসে ভার্চুয়াল আদালতে ১৮,৫৮৫ আসামির জামিন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে কার্যরত সারাদেশের অধস্তন আদালত বিগত আট কার্য দিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ১৮ হাজার ৫৮৫ জন আসামিকে জামিন দিয়েছেন।

বুধবার (২০ মে) রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আট কার্য দিবসে ২৮ হাজার ৩৪৯টি জামিন আবেদনের শুনানি নিয়ে ১৮ হাজার ৫৮৫ জন আসামিকে জামিন দিয়েছেন সারাদেশের ভার্চুয়াল অধস্তন আদালত। এর মধ‌্যে বুধবার (২০ মে) চার হাজার ৪৪৮ জন আসামি জামিন পেয়েছেন।

এর আগে গতকাল ১৯ মে চার হাজার ৪২ জন, ১৮ মে তিন হাজার ৬৩৩ জন এবং গত ১৭ মে তিন হাজার ৪৪৭ জন আসামিকে জামিন দেন দেশের বিভিন্ন জেলার ভার্চুয়াল আদালত।

গত ১২, ১৩ ও ১৪ মে ভার্চুয়াল শুনানি নিয়ে মোট দুই হাজার ৯৭৮ জন আসামিকে জামিন দেন। এর মধ্যে ১৪ মে এক হাজার ৮২১ জন, ১৩ মে এক হাজার ১৩ জন আসামিকে ও ১২ মে ১৪৪ আসামিকে জামিন দেন ভার্চুয়াল আদালত। গত ১১ মে কুমিল্লায় একজন আসামিকে জামিন দেন সেখানকার ভার্চুয়াল আদালত।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিমকোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

 

ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়