ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভুয়া উপসচিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভুয়া উপসচিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজেকে উপসচিব পরিচয় দেওয়া মো. গোলাম মোস্তফা (৩৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (০২ জুন) রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা আইনে দায়ের করা মামলায়  গোলাম মোস্তফাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করে পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান তার (গোলাম মোস্তফা) জবানবন্দি রেকর্ড করেন।  এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (৩১ মে) দিনগত মধ্য রাতে সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের একটি বিশেষ দল গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।  তিনি নিজেকে ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট আবার কখনও সচিবালয়ে কর্মরত বলে পরিচয় দিতেন।



ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়