ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউনাইটেডে আগুনে মৃত্যুর ঘটনায় মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইউনাইটেডে আগুনে মৃত্যুর ঘটনায় মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

ফাইল ফটো

ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে গুলশান থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) মামলার এজাহার আদালতে আসে।  ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান মামলার এজাহার গ্রহণ করে মামলাটি তদন্ত করে আগামী ৫ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই লিয়াকত আলী সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় আগুনে পুড়ে মৃত ভেরুন এন্থনি পলের স্বজন ডোনাল্ড মিকি গোমেজ বুধবার মামলাটি দায়ের করেন। মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার, নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মে রাতে গুলশানে ইউনাইটেড হাসপাতালের বাইরের অংশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি আইসোলেশন ইউনিটে অগ্নিতকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ রোগীর মৃত্যু হয়।

 

মামুন/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়