ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৬ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা ডিবিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১৬ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা ডিবিতে

লিবিয়া ট্র্যাজেডিতে জড়িত অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে করা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে ঢাকা মহাগনর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার (৩ জুন) রাতে পল্টন থানায় মামলা হয় এবং রাতেই ডিবিতে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আমরা তদন্ত করবো। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লিবিয়ায় আটক একজন ভুক্তভোগীর বাবা সন্দেহভাজন ১৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাস দমন আইনে মামলা করেন।

এর আগে, ২ জুন লিবিয়ায় মানবপাচারের অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়