ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ডা. ফেরদৌসকে কোন ক্ষমতাবলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ডা. ফেরদৌসকে কোন ক্ষমতাবলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে’

দেশের মানুষকে সেবা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা  প্রবাসী ডা. ফেরদৌস খন্দকারকে কোন ক্ষমতাবলে ও কোন আইনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে রাখা হয়েছে তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক ফয়সালের পক্ষে ব্যারিস্টার গাজী ফরহাদ রেজা এ নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও বেসরকারি বিমান ও পর্যটন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একই বিমানে আসা অন্যদের ছেড়ে দেওয়া হলেও ডা. ফেরদৌস খন্দকারকে কোন ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে রাখা হয়েছে তা জানাতে বলা হয়েছে।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল রাইজিংবিডিকে বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত ৭ জুন আমেরিকা প্রবাসী আলোচিত চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার ঢাকায় আসেন।

৮ জুন ফেসবুক লাইভে এসে তিনি জানান, বাংলাদেশে আসার পর তাকে ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘নিউইয়র্কে অবস্থানকালেই আমার রক্ত পরীক্ষায় এন্টিবডি পজিটিভ এসেছে, তাই কোয়ারেন্টাইনে থাকার কোনো প্রয়োজন নেই। তারপরও আমাকে জোর করে কোয়ারেন্টাইনের নামে আটকে রাখা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস। যুক্তরাষ্ট্রে করোনার চিকিৎসা দিয়ে সফলতা দেখিয়েছেন তিনি। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই বাংলাদেশে এসেছেন বলে দাবি করেন তিনি।



ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়