ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার মধ্যেও জঙ্গিরা প্রচার চালাচ্ছে: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার মধ্যেও জঙ্গিরা প্রচার চালাচ্ছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিরা বসে নেই। করোনা পরিস্থিতির মধ্যেও প্রচার চালাচ্ছে তারা।

বুধবার (১ জুলাই) সকালে গুলশানের হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, করোনার কারণে মানুষ বেশিরভাগ সময় ঘরে থাকছে।  অনলাইনে বিভিন্ন সাইট ভিজিট করছে।  এসব কর্মকাণ্ডে জঙ্গিরাও জড়িয়ে পড়েছে।  তারা হামলা করার চেষ্টা করছে।  বিশেষ করে পুলিশ সদস্যদের ওপর কীভাবে হামলা করা যায়—সে পরিকল্পনায় তারা ব্যস্ত।  তবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই।  যেখানেই জঙ্গি তৎপরতা সেখানেই অভিযান চালানো হচ্ছে।

অতীতে পুলিশের ওপর হামলা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, জঙ্গিরা এখনও হামলার জন্য নানা কৌশল অবলম্বন করছে।  সেজন্য আমরাও বসে নেই।  সেভাবে গোয়েন্দা কার্যক্রম ঢাকাসহ দেশব্যাপী অব্যাহত আছে।  জঙ্গিরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

শফিকুল ইসলাম বলেন, হলি আর্টিজানের জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় আমরা নিরপেক্ষ তদন্ত করেছি। তদন্তে যারা হামলা করেছে, পরিকল্পনায় ছিল, অর্থের যোগানদাতা তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে।  ইতিমধ্যে এ ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে।  ভবিষ্যতে যেন এ ধরনের হামলা জঙ্গিরা না করতে পারে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজানে নৃশংস হামলা চালায় জঙ্গিরা।  তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশিদের জিম্মি করে।  জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জনকে।  এর মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি।  সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

 

মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়