ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩৫ দিনে ভার্চুয়াল আদালতে ৫০ হাজার আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৩৫ দিনে ভার্চুয়াল আদালতে ৫০ হাজার আসামির জামিন

সারাদেশে সব অধস্তন (ভার্চুয়াল) আদালত গত ৩৫ দিবসে প্রায় ৫০ হাজার আসামির জামিন মঞ্জুর করেছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে  সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে  থেকে ২ জুলাই  পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত (ভার্চুয়াল) মোট ৯৫ হাজার ৫২৩ জনের জামিন আবেদন নিষ্পত্তি করেছেন। এরধ্যে ৪৯ হাজার ৭৫০ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে  ৬০৮  জন শিশুকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। এর মধ্য সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ৫৮৩ শিশুকে আভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এছাড়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শোনানি শুরু হয়।


ঢাকা/মেহেদী/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়