ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গৃহবধূকে হত্যা: রিমান্ড শেষে স্বামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গৃহবধূকে হত্যা: রিমান্ড শেষে স্বামী কারাগারে

রাজধানীর ওয়ারীর গোয়ালঘাট এলাকায় গৃহবধূ রেশমা আক্তারকে হত্যার অভিযোগে করা মামলায় তার স্বামী রবিন হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩ জুলাই) তিন দিনের রিমান্ড শেষে রবিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই রনজিত সরকার। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ জুন রবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৮ জুন ওয়ারীর ৫৮ নম্বর গোয়ালঘাট লেনের ষষ্ঠ তলা থেকে রেশমা (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই নিহতের স্বামী রবিনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ওয়ারী থানায় রেশমার বাবা মনু হাওলাদার মামলা দায়ের করেন।

রেশমার বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড় ফুলকচি গ্রামে। স্বামী রবিন হোসেনের সঙ্গে ওয়ারী গোয়ালঘাট লেনের একটি বাসার ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন তারা। এ দম্পতির ৯ মাস বয়সী একটি সন্তান আছে।


ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়