ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষার্থীদের মালামাল ফেলে দেওয়া মেস মালিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের মালামাল ফেলে দেওয়া মেস মালিক রিমান্ডে

ভাড়া না পেয়ে শিক্ষার্থীদের মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া আলিফ ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩ জুলাই) খোরশেদকে আদালতে হাজির করে তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করে কলাবাগান থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এক দিনের রিমান্ডের আদেশ দেন।

গত বুধবার (১ জুলাই) গভীর রাতে খোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন।

জানা যায়, রাজধানীর ৪৩/ক ইন্দিরা রোডের বাড়িতে ছাত্রাবাসে থাকা কিছু শিক্ষার্থী করোনা পরিস্থিতির কারণে গ্রামের বাড়িতে চলে যান। কিছুদিন আগে তারা জানতে পারেন, ছাত্রাবাসের মালিক খোরশেদ আলম এপ্রিল থেকে মে মাসের ভাড়া না পেয়ে তাদের কক্ষের তালা ভেঙে চেয়ার-টেবিল, বই-খাতা, আসবাবপত্রসহ মালামাল সরিয়ে ফেলেছেন। বুধবার দিনের কোনো এক সময় সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ময়লার ভাগাড়ে ফেলে দেন বাড়িওয়ালা। ছাত্ররা বুধবার (১ জুলাই) বাসায় ফিরে দেখেন, ঘরগুলোতে তালা মারা।

এ ঘটনায় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সোহান বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।


ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়