ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাকরির নামে প্রতারণা: রিমান্ড শেষে দু’জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাকরির নামে প্রতারণা: রিমান্ড শেষে দু’জন কারাগারে

চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার দুই জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন- মোসলেম উদ্দিন ওরফে রানা এবং জালাল উদ্দিন।

রোববার (০৫ জুলাই) একদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে কদমতলী থানা পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ জুলাই ঢাকার কদমতলী থানার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লি. নামের একটি অফিস থেকে প্রতারক চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। ওই অফিস থেকে চাকরিপ্রত্যাশী ৬০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কদমতলী থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।  মামলার অপর ৫ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।


ঢাকা/মামুন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়