ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাকালে সুপ্রিম কোর্টের ৩৫ আইনজীবীর মৃত্যু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫ সদস্য করোনাকালীন সময়ে মারা গেছেন।

বুধবার (০৮ জুলাই) আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘গত ১২ মার্চ থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত ছুটি এবং ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশব্যাপী সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে দেশের সর্বোচ্চ আদালতসহ সারাদেশের আদালতে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ’

চিঠিতে আরও বলা হয়, ‘১২ মার্চ থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫ জন সদস্য মারা গেছেন। তাদের অনেকেরই করোনা উপসর্গ ছিল।  এছাড়া দেশব্যাপী অনেক আইনজীবী করোনার কারণে মারা গেছেন। অসুস্থ হয়েছেন শতাধিক আইনজীবী। সুপ্রিম কোর্টের বিচারপতিসহ নিম্ন আদালতের অনেক বিচারক, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।  নিম্ন আদালতের বিচারকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ’

চিঠিতে নিয়মিত আদালত চালু করতে কয়েকটি প্রস্তাবনাও দিয়েছে আইনজীবী সমিতি।

 

ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়