ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওয়ালটন শোরুমে ডাকাতি: সুমনের দোষ স্বীকার, রানা কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওয়ালটন শোরুমে ডাকাতি: সুমনের দোষ স্বীকার, রানা কারাগারে

রাজধানীর পান্থপথে ওয়ালটন শোরুমে ডাকাতির ঘটনায় মামলার আসামি সুমন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।  আরেক আসামি রানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুই দিনের রিমান্ড শেষে রানাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।  আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৫ জুলাই সুমন ও রানার এক দিন এবং ৭ জুলাই দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

দ্বিতীয় দফার রিমান্ড চলাকালে বৃহস্পতিবার (৯ জুলাই) সুমন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল।  আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন।  এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৩ জুন মধ্যরাতে পান্থপথের ওয়ালটন শোরুমে ডাকাতি হয়। এ ঘটনায় ওয়ালটন শোরুমের টিম ম্যানেজার রানা মিয়া পরের দিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন।


মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়