ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সপ্তাহে ২ দিন বসবে ভার্চুয়াল আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সপ্তাহে ২ দিন বসবে ভার্চুয়াল আপিল বিভাগ

প্রায় চার মাস পর ১৩ জুলাই (সোমবার) থেকে বসছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার আপিল বিভাগে মামলার ভার্চুয়ালি শুনানি হবে।

রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম পরিচালনা করতে প্রধান বিচারপতি অনুমোদন দিয়েছেন।

পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

গত ১০ মে থেকে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ও চেম্বার আদালতে বিচারকাজ চলমান রয়েছে।

 

ঢাকা/মেহেদী/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়