ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাহেদকে নিয়ে র‌্যাবের ব্রিফিং বিকেল ৩টায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাহেদকে নিয়ে র‌্যাবের ব্রিফিং বিকেল ৩টায়

বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে সাতক্ষীরা সীমান্তে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে। বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। 

এর আগে সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে সাহেদকে নিয়ে রওনা দেয় র‍্যাবের হেলিকপ্টার। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, গত ৯ দিন ধরে অনুসরণ করা হচ্ছিলো।  সাহেদ ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিল।  গত রাত থেকে তাকে অনুসরণ করে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সাহেদকে র‍্যাবের সদর দপ্তরে নেওয়া হবে।  বিকেল ৩টায় র‌্যাব সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবে।

প্রসঙ্গত, টাকার বিনিময়ে করোনাভাইরাসের পরীক্ষা, মনগড়া রিপোর্ট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা আদায়ের মতো ঘটনায় গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করার পর ৭ জুলাই র‍্যাব-১ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করে।  মামলার প্রধান আসামি সাহেদ।

** হেলিকপ্টারে ঢাকায় আনা হলো রিজেন্ট সাহেদকে

** রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ গ্রেপ্তার

 

ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়