ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পদ্মা সেতু নিয়ে গুজব রটানোর দায়ে গ্রেপ্তার ১

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মা সেতু নিয়ে গুজব রটানোর দায়ে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে-এমন মিথ্যা গুজব রটানোর দায়ে চট্টগ্রামের আনোয়ারা থেকে আরমান হোসেন (২০)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে এই গুজব রটনাকারীকে সনাক্ত করে শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

র‌্যাব-৭ এর চট্টগ্রাম চান্দগাঁও সিপিসি-৩ ক্যাম্পের কমান্ডার মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আরমান পদ্মা সেতুতে মানুষের রক্ত লাগবে, মাথা লাগবে ইত্যাদি মিথ্যা গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে চিহ্নিত করে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। এই ধরনের মিথ্যা গুজব রটনাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব জানিয়েছে।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ জুলাই ২০১৯/রেজাউল/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়