ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুঃখের কথা জানালেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুঃখের কথা জানালেন সুপ্রিম কোর্ট বার সভাপতি

ফাইল ফটো

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনে তার কক্ষে সাংবাদিকদের কাছে বলেন, ‘আমি প্রথমে একটা দুঃখের কথা বলি। আজকে বিচারকদের নিয়োগ হয়, সেখানে বিচারকদের যে শপথ হয়, সেখানে বিচারকরা থাকেন, সংবাদ মাধ্যমের কর্মীরা থাকেন। আমরা আপনাদের (সংবাদ মাধ্যমে) থেকে দেখি। কিন্তু আইনজীবীদের সমিতিকে জানানো হয় না। আমরা (আইনজীবী সমিতি) থাকি না এবং অ্যাটর্নি জেনারেলকেও জানানো হয় না। না জানানোর কি কারণ আমি জানি না। আমাদেরকে সেখানে উপস্থিত থাকতে বলা হয় না। এটার কারণ আমি জানি না। আপনাদের মাধ্যমে এ দুঃখটা জানালাম।‘

তিনি আরো বলেন, ‘বলা হয়, বিচারক ও আইনজীবীরা একটি পাখির দু’টি ডানা। তাহলে একটি ডানাকে কেন উপেক্ষা করা হয়? প্রধান বিচারপতির নিয়োগে বঙ্গবভন থেকে আমাদের জানানো হয়। আমরা সেখানে উপস্থিত থাকি।’

আজ সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নয় জন নতুন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন।

সাধারণত শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শপথ নেয়া বিচারপতিদের স্বজন ও গণমাধ্যমকর্মীরা সেখানে উপিস্থত থাকেন।


ঢাকা/মেহেদী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়