ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রধান বিস্ফোরক পরিদর্শককে জিজ্ঞাসাবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধান বিস্ফোরক পরিদর্শককে জিজ্ঞাসাবাদ

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. সামসুল আলমকে জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। গত ৪ নভেম্বর মো. সামসুল আলমকে তলব করে চিঠি দেয়া হয়েছিল।

মো. সামসুল আলমের অভিযোগ রয়েছে, প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. সামসুল আলম ঘুষ গ্রহণের মাধ্যমে বিস্ফোরক দ্রব্য আমদানি ও পরিবহন লাইসেন্স দেয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দিয়ে মাসোহারা আদায়পূর্বক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।


ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়