ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শাহজালালে প্রায় ৯ কেজি স্বর্ণ ঊদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে প্রায় ৯ কেজি স্বর্ণ ঊদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৮১৬ গ্রাম স্বর্ণ ঊদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

বুধবার বিকেলে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান থেকে ৭৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন আট কেজি ৮১৬ গ্রাম।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, ঢাকার প্রিভেন্টিভ টিম ও আর্মড পুলিশ যৌথভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৮ কেজি  ৮০০ গ্রাম স্বর্ণ  আটক করে।  গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তাগণ হ্যাংগারে অবস্থানরত আবুধাবি থেকে আগত বাংলাদেশ বিমানের  ফ্লাইট নং- বিজি ০২২৮ বিমানে ৬ ঘন্টাব্যাপী তল্লাশী চালিয়ে বিমানের সীটের নিচের পাইপের মধ্যে অভিনব কায়দায় রাখা ৭৬ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকা/এম এ রহমান/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়