RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

বঙ্গবন্ধুর সমাধিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে লেজিসলেটিভ সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস।

শনিবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় পবিত্র সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, টুঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক প্রমুখ।

 

ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়