ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম: সাহেদ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম: সাহেদ

করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ আদালতে বলেছেন, ‘স্যার, যখন কেউ করোনার চিকিৎসা দিতে এগিয়ে আসেনি, তখন আমি, আমার হাসপাতাল এগিয়ে এসেছিল।  সরকারের সঙ্গে চুক্তি করেছি।  আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।  আমার ব্যবস্থাপনা পরিচালক করোনায় আক্রান্ত হয়েছিলেন।  করোনায় আক্রান্ত হওয়ার কারণে এক মাস আমাকে বাসায় থাকতে হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে সাহেদকে আদালতে হাজির করা হলে তিনি কথা বলার অনুমতি চান।  পরে আদালত সাহেদকে কথা বলার অনুমতি দেয়।

এদিকে, র‌্যাবের একটি সূত্র জানায়, করোনা টেস্টের প্রতারণার কারণে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও প্রতাপ কমেনি সাহেদের।  বুধবার (১৫ জুলাই) র‍্যাব অফিসে বসে র‌্যাব কর্মকর্তাদেরই হুমকি দেন।  সাহেদ বললেন, ‘আমার সঙ্গে আপনাদের আবারও দেখা হবে।  হয়তো ছয় মাস পর দেখা হয়ে যেতে পারে।  আপনাদের প্রমোশন পোস্টিং যাই হোক না কেন, আমি কিন্তু দেখা করব।  কথাটা মনে রাখবেন।’

এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল বাতেন রাইজিংবিডিকে বলেন, ‘সাহেদের রিমান্ড শুরু হয়েছে।  যেসব অভিযোগ বা ডকুমেন্ট আছে-এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আমাদের ঢামেক প্রতিনিধি জানান, সাহেদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।  সেখানে তদন্ত কর্মকর্তাদের তিনি দূরে থাকতে বলেন।  নিজেই নীল রংয়ের একটি শার্ট পরে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে ওঠেন।

এদিকে সাহেদের কললিস্টে প্রভাবশালীদের নম্বর পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। আর সেই লিস্টের সূত্র ধরেই তদন্ত চলছে। 

এর আগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকায় এনে উত্তরায় তার কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে প্রায় দেড় লাখ টাকার জাল নোট, স‌্যুটকেসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

 

মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়