ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকায় স্বাস্থ্য সরঞ্জাম জব্দ, যুবক আটক

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৩০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাকায় স্বাস্থ্য সরঞ্জাম জব্দ, যুবক আটক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন সিটি করপোরেশন মার্কেটে একটি কার্টনের দোকান থেকে স্বাস্থ্য সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।  এছাড়া আরিফ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এই সরঞ্জামগুলো জব্দ করা হয়।

সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর থেকে পাচার হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে অভিযানে ছিল পুলিশ।  দুপুরে হাসপাতাল সংলগ্ন কার্টনের দোকান থেকে দুই কার্টুনে ১৮০০ পিস হ্যান্ড গ্লোবস জব্দ করা হয়।  যার দাম ৪০ হাজার টাকা।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, জব্দকৃত স্বাস্থ্য সরঞ্জামগুলো জেএমআই এর কোম্পানির হলেও আমাদের হাসপাতালের কোন লোগো ছিল না।  এগুলো যাচাই করা হচ্ছে।  কে জড়ি-এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বুলবুল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়