ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুলিশের র‌্যাকার ভ্যানের ধাক্কায় মৃত্যু, গাড়িতে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৬, ৩১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পুলিশের র‌্যাকার ভ্যানের ধাক্কায় মৃত্যু, গাড়িতে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর গাবতলীতে পুলিশের র‌্যাকার ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছেন। তারা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুুলাই) রাতে এ ঘটনাা ঘটে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল হোসেন রাইজিংবিডিকে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ বের করা হবে। 

স্থানীয়ভাবে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এস এ খালেক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পুলিশের একটি র‌্যাকার ভ্যান এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর প্রতিবাদে প্রথমে স্থানীয় লোকজন ভ্যানটি আটক করে।  সময় বাড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী জড়ো হতে থাকেন। এরপরই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ জনতা এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ঢাকা/মাকসুদ/টিপু

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়