ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘তদন্তেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘তদন্তেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত এক মেজর নিহতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বস্তুনিষ্ঠ তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে।’

রোববার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয় প্রশাসন, পুলিশ ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

তিনি আরো বলেন, ‘যাই হোক, ঘটনা তো একটা ঘটেছে। তা অস্বীকার করা যাবে না। সরকার গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি করেছে। কেননা, সরকার দোষীকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ওই পুলিশ সদস্যকে এখনো সাময়িক বরখাস্ত করা হয়নি। তবে সেটি নিয়ে আলোচনা চলছে। তদন্ত কমিটি এ বিষয়ে যে সুপারিশ করবে সেভাবেই ব‌্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়