ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাবির প্রক্টরিয়াল টিমের ওপর হামলা: ৬ সন্দেহভাজন শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাবির প্রক্টরিয়াল টিমের ওপর হামলা: ৬ সন্দেহভাজন শনাক্ত

শাহবাগ থানা (ফাইল ফটো)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের চার সদস্যের ওপর হামলার ঘটনায় ক্লোজ সার্কিট ক‌্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে বলেছেন, ‘ঢাবি কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে সোমবার দুপুরে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানায়, আটককৃত ছয়জনই ঢাকা মহানগর দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অনুসারীরা। তারা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। ফুটেজ দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার ঈদুল আজহার দিন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কাছে সড়কদ্বীপে প্রক্টরিয়াল টিমের সদস‌্যদের ওপর হামলা করা হয়। আহত চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় অভিযোগ জানায়।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়