ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টিকটক ‘অপু ভাই` কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টিকটক ‘অপু ভাই` কারাগারে

টিকটক অপু

পথচারীকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার টিকটক ‘অপু ভাই’কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর তালুকদার আসামি অপুকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন।

আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যার পর অপু ভাইকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, রোববার (২ আগস্ট) উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক ভিডিও করছিলেন অপু ও তার দল। এসময় পথচারী প্রকৌশলী মেহেদি হাসান রবিন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তোলে। এ ঘটনায় সোমবার হত্যা চেষ্টার মামলা দায়ের করেন রবিন। মামলা দায়েরের পর অপুকে উত্তরা থেকেই আটক করে পুলিশ। 

টিকটকে রঙিন চুলে ছোট ভিডিও করে বেশ পরিচিতি লাভ করে ‘অপু ভাই’। 

 

ঢাকা/মামুন/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়