ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুপ্রিম কোর্ট খোলার সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভায় বিচারপতিরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্ট খোলার সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভায় বিচারপতিরা

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট খুলে নিয়মিত আদালত চালু ও ২০২০ সালের অবকাশকালীন ছুটি বাতিল বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভায় বসেছেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ আগস্ট (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ আগস্ট বিকেল ৩টায় ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে ও সুপ্রিম কোর্টে ২০২০ সালের বার্ষিক অবকাশকালীন ছুটি হ্রাস/বাতিলকরণ প্রসঙ্গে আলোচনা হবে।

গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতি বরাবর একটি চিঠি পাঠানো হয়।  যাতে বলা হয়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর করার দাবি জানানো হয়।

ঢাকা/মেহেদী/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়