ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চেকপোস্টে নজরদারি বাড়াতে হবে: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চেকপোস্টে নজরদারি বাড়াতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, চেকপোষ্টগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও বেশি নজরদারি বাড়াতে হবে। সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা রোধ করা অনেকাংশে সম্ভব।

শনিবার (৮ আগস্ট) রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সঙ্গে বিট পুলিশিং ও শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত সভায় তিনি আরও বলেন, ‘মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।  করোনাকালে যেভাবে মানুষের কাছে পুলিশ সেবা দিয়েছে,  তেমনি সবক্ষেত্রে এ ধারা অব্যাহত রাখতে হবে।  সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সমস্যা শুনতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করতে হবে।’

সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ‘বিট পুলিশিংয়ের মাধ্যমে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। চলমান বিট পুলিশিং প্রক্রিয়াকে আরও বেগবান করতে হবে। সেক্ষেত্রে থানার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সবাইকে এক সঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।  মনে রাখতে হবে জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য।’

মাকসুদ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়