ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নথি চুরি: চাঁদপুরের আনোয়ারের জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নথি চুরি: চাঁদপুরের আনোয়ারের জামিন আবেদন খারিজ

প্রতীকী ছবি

আদালতের নথি চুরির এক মামলার আসামি চাঁদপুরের আনোয়ার হোসেন পাটোয়ারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০৯ আগস্ট) বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. নাছির উদ্দিন। 

পরে একেএম আমিন উদ্দিন বলেন, ২০১৮ সালের ২৯ মার্চ থেকে কারাগারে থাকা এ আসামির বিরুদ্ধে অভিযোগ গুরুতর বিধায় তার জামিন আবেদন নামঞ্জুর করে মামলটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। 

ঘটনার বিবরণী উল্লেখ করে আমিন উদ্দিন বলেন, ২০১৭ সালের ১৯ নভেম্বর আনোয়ার একটি গাঁজার মামলার আসামি থাকা অবস্থায় আইনজীবীর সহকারীর সহযোগিতায় আদালত থেকে নথিটি সরিয়ে পুড়িয়ে ফেলে। পরে নথিটি না পেয়ে সংশ্লিষ্ট আদালতের পেশকার আইনজীবীর সহকারী রিয়াদ পাটোয়ারী ও আসামি আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৫ মার্চ মামলাটি দায়ের করেন। নথিটি টাকার বিনিময়ে আইনজীবীর সহকারী চুরি করে আনোয়ারকে দেয়। আইনজীবীর সহকারীসহ তারা আরও নথি চুরি করেছে বলে স্বীকারও করেছে।

ঢাকা/ মেহেদী/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়