ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাইকোর্টে ১৮ নিয়মিতসহ ৫৩ বেঞ্চ গঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাইকোর্টে ১৮ নিয়মিতসহ ৫৩ বেঞ্চ গঠন

সুপ্রিম কোর্ট

উচ্চ আদালতে বিচারকাজ পরিচালনার জন্য ৩৫টি ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতির মাধ্যমে ১৮টি একচুয়াল (নিয়মিত) বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৩৫ ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪টি ডিভিশন ও ১১ একক বেঞ্চ গঠন করা হয়েছে। অন্যদিকে ১৮টি নিয়মিত বেঞ্চের মধ্যে ১৩টি ডিভিশন ও ৫ একক বেঞ্চ রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ বিষয়ে সার্কুলার জারি করেছেন।

এর আগে গত ৬ আগস্ট সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতিতে একচুয়াল উভয় ধরনের আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারপতিদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি।

করোনার কারণে চলতি বছরের ১১ মে থেকে উচ্চআদালতে শুধুমাত্র ভার্চুয়াল বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল। আজ ১৮টি নিয়মিত বেঞ্চ গঠনের মধ্যদিয়ে স্বাভাবিক বিচার ব্যবস্থায় ফিরলো দেশের সর্বোচ্চ আদালত।

মেহেদী/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়