ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ পোস্ট, আইনজীবীকে তলব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ পোস্ট, আইনজীবীকে তলব

বিচার বিভাগ এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়ে ফেসবুকে বিরূপ পোস্ট দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে তলব করেছেন আপিল বিভাগ। তাকে আগামী ২০ আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ১৯ আগস্টের মধ্যে সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভার্চুয়ালি আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১১ আগস্ট ওই আইনজীবী তার ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্ট করেন।

ঢাকা/ডালিম/মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়