ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতারণার মামলা স্থগিত চেয়ে সাবরিনার আবেদনের আদেশ  ১৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৫১, ১০ সেপ্টেম্বর ২০২০
প্রতারণার মামলা স্থগিত চেয়ে সাবরিনার আবেদনের আদেশ  ১৩ সেপ্টেম্বর

পুলিশের হাতে আটক ডা. সাবরিনা চৌধুরী (ফাইল ছবি)

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর (রোববার) আদেশ দেবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।

আদালতে সাবরিনার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসাইন বাপ্পী।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করা হয়। আবেদনে মামলার কার্যক্রম স্থগিত চাওয়ার পাশাপাশি ডকুমেন্ট চাওয়া হয়।

গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচ জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্তে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার নাম এলে গত ১২ জুলাই তাকেও গ্রেফতার করে পুলিশ।

ঢাকা/মেহেদী/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়