ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অবসরে যাচ্ছেন বিচারপতি তারিক উল হাকিম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২০  
অবসরে যাচ্ছেন বিচারপতি তারিক উল হাকিম

বিচারপতি তারিক উল হাকিম (ফাইল ফটো)

১৮ বছরের বিচারিক জীবন শেষে অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি তারিক উল হাকিম। ৬৭ বছর পূর্ণ হওয়ায় ১৯ সেপ্টেম্বর তার অবসরের দিন। কিন্তু ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আজ তার শেষ কর্মদিবস।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আজ বিচারপতি তারিক উল হাকিমের শেষ কর্ম দিবস হওয়ায় দুপুরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।’

গত ২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি তারিক উল হাকিম।

১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই বিচারপতির বাবা মাকসুম উল হাকিমও ছিলেন বিচারপতি। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার স্ত্রী নাসিমা কে হাকিম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আছেন। মেয়ে রাইসা ফাবিয়া তানিশা হাকিম ও ছেলে আসওয়াদ ওয়ারিস হাকিম ইংল্যান্ডে আইন নিয়ে পড়াশোনা করছেন।

ঢাকা/মেহেদী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়